Blog
About WM21 E-Cpmmerce
At WM21 Ecommerce, we are dedicated to providing exceptional online shopping experiences to our customers. Our goal is to make your shopping journey convenient, enjoyable, and secure. 
Thank you for choosing WM21 Ecommerce. We look forward to serving you and providing you with an outstanding online shopping experience. Happy shopping!
শখের ঘোড়া
শিক্ষামূলক গল্প: শখের ঘোড়া  এক কৃষকের শখ বিভিন্ন জাতের ঘোড়া সংগ্রহ করা। তার সংগ্রহ সম্পন্ন করতে এখন শুধু এক ধরনের ঘোড়ার প্রয়োজন, যেটা তার প্রতিবেশীর কাছেই রয়েছে। কিন্তু প্রতিবেশী সেটা বিক্রি করতে ইচ্ছুক নয়। তারপরও সে প্রতিদিন তাকে বিরক্ত করেই যাচ্ছে ঘোড়াটি বিক্রি করার জন্য। শেষ পর্যন্ত সে তার প্রতিবেশীকে রাজি করাতে সক্ষম হয়, কিন্তু তার এই আনন্দও বেশি দিন সইল না। এর এক মাস পরেই ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল।  পশু ডাক্তার এসে ঘোড়াটিকে দেখে বলল, এটি একটি মারাত্মক ক্ষতিকর ভাইরাসে আক্রান্ত। সে কিছু ওষুধ লিখে দিয়ে বলল, এগুলো তিন দিন ধরে খাওয়াতে হবে। এর মধ্যে সুস্থ না হলে তিন দিন পরে ঘোড়াটিকে মেরে ফেলতে হবে। ড্রীম হেভেন পার্ক।   ডাক্তার আর কৃষকের কথাগুলো এর মধ্যে অন্য একটি ঘোড়া মনোযোগ দিয়ে শুনছিল। কিছুক্ষণ পরে কৃষক এসে ঘোড়াটিকে ওষুধ খাইয়ে আবার নিজের কাজে গেল। তখন ভাল ঘোড়াটি এসে  অসুস্থ ঘোড়াটিকে বলল, শক্ত হও বন্ধু, তোমাকে সুস্থ হতেই হবে, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে।  দ্বিতীয় দিনও কৃষক ঘোড়াটিকে ওষুধ খাইয়ে যাওয়ার পর সুস্থ ঘোড়াটি অসুস্থ  ঘোড়াটিকে বলল, উঠো বন্ধু, তোমাকে কষ্ট করে হলেও হাঁটতে হবে, আসো আমি তোমাকে সাহায্য করছি। ড্রীম হেভেন পার্ক।   তৃতীয় দিন কৃষকের সঙ্গে আবার সেই পশু ডাক্তার এলো, ওষুধ খাওয়ানোর পরে ডাক্তার বলতে লাগল, নাহ আর কিছু করার নেই, কালকে ঘোড়াটিকে মেরে ফেলতে হবে, না হলে তোমার অন্য ঘোড়াগুলোও সংক্রমিত হতে পারে, কোনো সুযোগ নেওয়া ঠিক হবে না। কৃষকও নিরুপায় হয়ে তাতে সায় দিল। এবার তারা চলে যাওয়ার পর সুস্থ ঘোড়াটি  এসে অসুস্থ  ঘোড়াটিকে বলল, আজকেই শেষ সুযোগ বন্ধু, উঠে দাঁড়াও, তোমাকে পারতেই হবে, দৌড়াতে হবে, এই তো এই তো হচ্ছে, তুমি পেরেছ, আর একটু, চমৎকার, তুমি পারবেই। অবশেষে ঘোড়াটি উঠে দাড়াল এবং দৌড়াতে শুরু করল।
  শিক্ষাঃ-  আমাদের প্রত্যেক এর জীবনে একজন ভাল বন্ধু কিংবা মেনটর থাকা প্রয়োজন। যিনি বিপদের দিনে পরামর্শের মাধ্যমে পাশে দাঁড়াবে। 
নেটওয়ার্ক মার্কেটিং
কিছু ব্যক্তি????
সফলতার গভীরতটা এমএলএম-এ এসেই বুঝেছে এবং নিজের পার্সোনালিটি ডেভেলাপমেন্ট করেছে শার্ট পেন্ট ইং করা শিখেছে তারা আবার এখন নিজের যোগ্যতা প্রমান করতে চায় <-চাইলে পারবেন , ঐ সকল ব্যক্তিদের মনে রাখা দরকার।
তাদের পোস্ট দেখে বুঝা যাচ্ছে 
তারা এক এক জন কুতুব হয়ে গেছে 
যে মাটির উপরে ভর করে হাঁটছেন সেই মাটি কে কখনো ভুলবেন না 
ধন্যবাদ আপনাদেরকে
#thepowerofbelievesyste 
#ThePowerOfDreams 
#ThePowerofPositivity